পাবনা প্রতিনিধি : স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহি পাবনা দারুল আমান ট্রাষ্ট কর্তৃক পরিচালিত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার ২৬ মার্চ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলহাজ্ব আছির উদ্দিন মিলনায়তনে সকালে কুরআন তেলওয়াত মধ্যে অনুষ্ঠান শুরু হয়।

মাদরাসার সিনিয়ার শিক্ষক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধাক্ষ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক শামীম হাসান, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফ, হাফেজ ময়েজ উদ্দিন প্রমুখ।

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, প্রভাষক সেলিনা খাতুন সহ অত্র মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।