গোপালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ  প্রেসক্লাব ( জিপিসি) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।  শুক্রবার  (২৮ মার্চ) গোপালগঞ্জ প্রেসক্লাব ( জিপিসি)  কার্যালয় মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি  মাজাহারুল হক বাবলুর দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন।  ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি  মুন্সী  সাদেকুর রহমান শহীন।


বিজ্ঞাপন

দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সবুজ বাংলার প্রতিনিধি মো. সাইফুর রশিদ চৌধুরী, প্রবীন সাংবাদিক ও কবি দৈনিক সংবাদের নিজেস্ব প্রতিবেদক রবীন্দ্রনাথ অধিকারী,দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এসএম হুমায়ূন কবীর, বাংলার জাগরণের  শেখ ফরিদ আহমেদ,বৈশাখী টিভির মোস্তফা জামান, প্রথম আলোর নুতন শেখ, আমাদের কন্ঠের নীশা আক্তার দীনা, দৈনিক গ্রামের কাগজের শৈলেন্দ্রনাথ, ভোরের দর্পণের সাইফুর রহমান, এশিয়ান টিভির ইমরুল কাদির সবুজ, এস এ টিভির আজিজুল রহমান টিপু, প্রতিদিনের কাগজের  আনিচুল ইসলাম।


বিজ্ঞাপন

এ ছাড়াও উপস্থিত ছিলেন,  আজকের  সংবাদের ফয়জুল হক, স্বদেশ বিচিত্রার মো. ইয়ার আলি, দৈনিক মানবজমিনের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সুবল চক্রবর্তী, আমার সংবাদের কালাম  হোসেন, কালবেলার রনি আহমেদ,  ভোরের চেতনার হোসেন আলি রানা, চ্যানেলএস এর রিংকু ও ভোরের বানীর শিহাব মোল্লা, সাংবাদিক আক্রাম ও নাবিলা খান, আইনজীবী মো. লাবু শেখ  প্রমূখ।

ছাড়াও আরও  উপস্থিত ছিলেন  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম  মাওলানা রেজাউল রহমান
মোনাজাত পরিচালনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *