নিজস্ব প্রতিনিধি (বান্দরবান) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যস্থতা ও আন্তরিক প্রচেষ্টায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মায়ানমার আরাকান আর্মির হাতে আটক ৬ বাংলাদেশী জেলেকে ফেরত এনেছে বিজিবি।

আজ শনিবার ২৯ মার্চ, দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ এলাকা দিয়ে ৬ বাংলাদেশী জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করে মায়ানমার আরাকান আর্মি।

ফেরত আসা জেলেদের নাম ও ঠিকানা যথাক্রমে, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মৃত জাফর আলমের ছেলে মো. সোহেল (১৮), মৃত মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইসমাইল (৪০), সামসুল আলমের ছেলে মো. জসিম (১৯), হোসেন আহমেদের ছেলে মো. হোসেন আলী (১৪), ছৈয়দ আহম্মেদের ছেলে মো. শফিক (৩৩) এবং দক্ষিণ জালিয়াপাড়ার মো. আনোয়ারের ছেলে মো. শাহীন (১২)।

উল্লেখ্য, গত ১ মার্চ, বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-০৬ হতে আনুমানিক ৭০০ গজ মায়ামারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরার সময় একটি হস্তচালিত নৌকা ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ০৫ বাংলাদেশী জেলে ভূলক্রমে সীমান্ত অতিক্রম করে মায়ানমার জলসীমায় ঢুকে পড়ে।
এসময় মায়ানমার আরাকান আর্মির সদস্যরা নৌকা দুটিসহ উক্ত জেলেদেরকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে গত ২৫ মার্চ ২০২৫ তারিখে নাফ নদীতে মাছ ধরার সময় আরও একজন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
পরবর্তীতে আটক জেলেদেরকে ফিরিয়ে আনতে বিজিবি’র হস্তক্ষেপ কামনা করা হলে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন করে।
দীর্ঘ মধ্যস্থতার পর আজ দুপুরে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফিরিয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।