ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় শেরপুরে শিক্ষার্থী খুন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

শেরপুর প্রতিনিধি  : ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় শেরপুরের নালিতাবাড়ির নয়াবিল বাজারে নাঈম হোসেন নামে এইচএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে হত্যা করেছে সবুজ নামে অপর এক যুবক। পরে স্থানীয়রা অভিযুক্ত সবুজকে আটক করে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে ।


বিজ্ঞাপন

নিহত নাঈম হোসেন নালিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে। আটক সবুজ মিয়া একই উপজেলার আন্ধারুপাড়ার ভট্রু মিয়ার ছেলে।


বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, সবুজ মিয়া তার ফেসবুক পেইজে পোস্ট দেয়। ওই পোস্টে হা হা রিয়েক্ট দেয় নাঈম। এই ক্ষোভে আজ বেলা ১১টার দিকে নয়াবিল বাজারে গিয়ে কথা বলার অজুহাতে নাঈমকে সবুজ ডেকে নিয়ে যায়।


বিজ্ঞাপন

বাজারের একপ্রান্তে নিয়ে নাঈমকে ছুরিকাঘাত করে সবুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সবুজকে আটক করে।

পরে তাকে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করে। একইসাথে নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নাঈম মারা যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *