সাতক্ষীরার আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা : প্রেমিকের বিষপান, অবস্থা আশঙ্কজন

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

আশাশুনি প্রতিনিধি :  আশাশুনিতে যুগল প্রেমিকার গলায় রশি দিয়ে আত্মহত্যার খবর শুনে প্রেমিক বিষপান করেছেন। তার অবস্থা আশঙ্কজনক। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে। জানা গেছে উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুন (২৪) ২সন্তানের জননী এর সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলম (২২) এর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের ঘটনা জানাজানি হলে মনিরা’র স্বামী আল-আমিনের মা বিষয়টি প্রায় তাকে জানাত কিন্তু ছেলে আল-আমিন সেটা বিশ্বাস করত না। একপর্যায়ে গতকাল সন্ধ্যা ৭টার দিকে আল আমিনের স্ত্রী তার প্রেমিকের হাত ধরে ঈদের মার্কেট করতে বুধহাটা বাজারে যায়। ফিরে আসার পর শাশুড়ি ও স্বামী জানতে পেরে বিষয়টা জিজ্ঞাসা করা নিয়ে তর্ক তর্কির এক পর্যায়ে সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।


বিজ্ঞাপন

খবর শুনে প্রেমিক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে নিহত মনিরার স্বামী জানান আমার স্ত্রী শাহ আলমের সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে তোলে। গতকাল তারা দুইজন বুধহাটা থেকে ঈদের কাপড়-চোপড় কিনে নিয়ে বাড়ি ফেরে এই কথা জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধারপূর্বক শ্রুতহল রিপোর্ট তৈরি করে পোস্টমেটামের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান থানায় এই সংক্রান্ত ৯(২৯)৩ নং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *