খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো জেলা প্রশাসন

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

খাগড়াছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি  : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ শনিবার (২৯মার্চ) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১০০জন সুবিধাভোগী ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।


বিজ্ঞাপন

এ উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,প্রতিবন্ধীদের পাশে আমরা সবসময় পাশে আছি। তারা আমাদেরই সন্তান। তাদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ সকলেই পাশে থাকবে বলে আশ্বাস দেন।


বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং পরে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও ১কেজি,চিনি ১কেজি,গুড়া দুধ ২৫০গ্রাম,সয়াবিন তেল ১লিটার,গরম মসলা ১০০গ্রাম,সেমাই ৫০০গ্রাম,লাচ্ছা সেমাই ১প্যাকেট,ঘি ২প্যাকেট,নুডলস ২প্যাকেট,বাদাম ১০০গ্রাম ও ১০০গ্রাম কিসমিস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *