নোয়াখালী প্রতিনিধি : সৈয়দ হারুন ফাউন্ডেশন গরীব, অসহায় ও কর্মহীন ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আজ শনিবার ( ২৯ মার্চ ) সকাল ১০টায় ৫নং অর্জুনতলা ইউনিয়ন এর সকল ওয়ার্ডে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবী সদস্যদের মাধ্যমে নিরপেক্ষভাবে যাচাই-বাছাইকৃত ওয়ার্ড ভিত্তিক গরীব, অসহায় ও কর্মহীন ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের মাঠে বিতরণ করা হয়েছে।
সৈয়দ হারুন ফাউন্ডেশন এর আহবায়ক মো: জাবের ও সদস্য সচিব মো: কাউছার আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সহধর্মিণী সৈয়দা সাজেদা রশীদ শেলী।
এসময উপস্থিত ছিলেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর সিইও আবদুস সাত্তার বিএসসি , ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন রিপন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক নিজামুল হক চৌধুরী, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্য হারুনুর রশীদ, ইউছুপ মজুমদার, মিজানুর রহমান ভূঁইয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সৈয়দ হারুন ফাউন্ডেশন এর শ্লোগান আসুন ঈদের পবিত্র মূহুর্তে আমরা আরও বেশী মানবিক হই, একে অপরের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ছড়িয়ে দেই।
সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানান, সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক ঈদ! সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক!
