পটুয়াখালীর কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৫ সাল থেকে ২০২৪ ইং সনের এসএসসি ব্যাচ ভিক্তিক বন্ধুদের সমন্বয়ে ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। “এসো মিলি প্রানের বন্ধনে” স্লোগানকে সামনে রেখে শনিবার(২৯ মার্চ) বিকেল পাঁচটায় বিদ্যালয় চত্বরে ৩৪টি ব্যাচের সাড়ে পাঁচশত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা তাদের প্রস্তাবনা এবং অনুভূতি প্রকাশ করেন। এ সময় ড্রোন ক্যামেরার মাধ্যমে পাখির চোখে প্রিয় বিদ্যালয়ের ছবি ধারণ এবং এর অংশিদার হতে পেরে সকলের চোখমুখেই আনন্দ অনুভব করা যায়। কেউবা আবার স্ব-স্ব ব্যাচের বন্ধুদের সাথে সেলফি তুলে ব্যাস্ত সময় পার করেন। এ যেন এক আনন্দের মহোৎসবে পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।


বিজ্ঞাপন

২০২০ সনের প্রাক্তন শিক্ষার্থী রেদোয়ান আহমেদ বলেন, আমাদের ব্যাচ থেকে সর্বোচ্চ ৮৬ জন রেজিষ্ট্রেশন করেছে। এত বড় আয়োজনে সর্বোচ্চ উপস্থিতির ব্যাচ হিসেবে অনেক আনন্দ অনুভব করছি।


বিজ্ঞাপন

হাইস্কুলিয়ান ইফতার-২০২৫ এর উদ্যোক্তা ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি বলেন, ৪র্থ বারের মতো ৩৪টি ব্যাচের উপস্থিতিতে আয়োজন হয়েছে এবার। প্রথমবার থেকেই আমি আয়োজকদের সাথে একজন উদ্যোক্তা হিসেবে আছি। আমরা আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা হিসেবে প্রতিবছরের ২৮ রমজানেই এ আয়োজন করে আসছি যা ভবিষ্যতেও করতে চাই।

১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, একটি বিদ্যালয়কে কেন্দ্র করে এত সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠান উপহার দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও জানান, আশা করছি আগামী দিনগুলোতেও এটা যেন অব্যাহত থাকে।

এ সময়ে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কলাপাড়াবাসীর মঙ্গল ও কল্যাণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কাজী স্বরাজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *