নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বিএনপি’র কর্তৃক ইফতার ও দোয়ার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার ( ৩০ মার্চ ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি’র কাজী মফিজুর রহমান এর আয়োজনে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে সেনবাগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উৎসব মুখর উপস্থিতিতে আলোচনা সভার স্হল সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় ৮নং বিজবাগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হাসান চৌধুরী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন ,সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক চেয়ারম্যান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: হারুনুর রশীদ (ভিপি হারুন )
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপি’র আহবায়ক মাহবুব আলমগীর আলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট এ বি এম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পাবরিক প্রসিকিউটর এডভোকেট সাহাদাত হোসেন, নোয়াখালী জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য ও সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বিএবিএড।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, সাবেক ছাত্রনেতা ও সেনবাগ পৌর বিএনপি’র সদস্য মফিজুর রহমান ভিপি মফিজ, নোয়াখালী জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ৪নং কাদরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ওমর ফারুক ভিপি ওমর।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর বিএনপি’র সদস্য মোঃ জহিরুল ইসলাম লিটন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপি’র সদস্য মির্জা মোহাম্মদ সোলাইমান, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী আজগর আলী শিবলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহম্মদ সুমন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন মিয়াজি, পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ বিন আদনান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক শাকিল, যুবদলের নেতা হেলাল, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।