খুলনার পাইকগাছার মধ্যম সোনাতন কটিতে ঈদের জামাত অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

খুলনা প্রতিনিধি  : উৎস ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে ন্যায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার  মধ্যম সোনাতন কটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় নতুন ঈদগাহ ময়দানের এ জামাত  অনুষ্ঠিত হয়। ঈদের জামাত  পরিচালনা করেন মুফতি রিয়াজ খান। এ সময়ে উপস্থিত ছিলেন, ঈদগা কমিটির প্রতিষ্ঠাতা ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।


বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন,সৃষ্টিকর্তার অপার কৃপায় এক মাস সিয়াম সাধনা শেষ করে আজ আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি, আলহামদুলিল্লাহ।


বিজ্ঞাপন

ঈদ শুধুই ব্যক্তিগত খুশির সময় নয়, এটি একসাথে উদযাপনের উৎসব। এই ঈদে আমরা প্রতিজ্ঞা করি, ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করব। প্রতিবেশী, বন্ধু ও আত্মীয়-স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেব। আসুন, ভালোবাসার বার্তা ছড়িয়ে দিই এবং একে অপরের প্রতি দয়া ও সহমর্মিতা দেখাই।


বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন ঈদগা কমিটির প্রতিষ্ঠাতা ও  উপদেষ্টা মীর শাফায়েত আলী,উপদেষ্টা শেখ আফজাল হোসেন, মীর হিজবুল্লা, শেখ আনামা আলী, রওনকুল ইসলাম খান,ঈদগা কমিটির সভাপতি শেখ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মীর রাজিবুল  হাসান নাজমুল,অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, মীর আলমগীর হোসেন, সাহেব আলী চৌধুরী, হারুন আকঞ্জি, মীর তৈবুর,মীর ইসলাম, মীর আশরাফুর রহমান, মীর মিনারুল ইসলাম,শেখ হাবিবুর রহমান, শেখ মুরাদ হোসেন, শেখ তহিদ,মীর সাইফুল ইসলাম, শেখ  আজারুল ইসলাম,শেখ আলাউদ্দিন।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, মীর শরিফুল ইসলাম, অসীম চৌধুরী, আমের আলী চৌধুরী, মীর জেসান  হোসেন তৃপ্তি, শেখ আলমগীর হোসেন,  মীর বাবু, মীর  ইয়াসিন, ফাদ আলী  প্রমূখ।ঈদের নামাজ শেষে জমি দাদা শেখ আকবর হোসেনের পিতা-মাতাসহ এলাকাবাসীর মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *