মো:রফিকুল ইসলাম,(নড়াইল) : নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিমায়েত হুসাইন ফারুকের উপর হামলা এবং হুমকি দেয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গতকাল সোমবার (৩১ মার্চ) বিকেলে নড়াইল সদর থানায় জিডি করেন ভুক্তভোগী ওই চেয়ারম্যান,হেমায়েত হুসাইন (ফারুক) এবং জিডিতে চারজনকে অভিযুক্ত করেন।

অভিযুক্ত বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মশিয়ার রহমান,বিছালী ইউনিয়নের মধুরগাতী এলাকার হুমায়ুন মোল্য,রুহোল মোল্যা ও ইমরান মোল্যা।

জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,ঈদের দিন সোমবার সকালে নিজ বাড়ি থেকে মধুরগাতী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে গেলে সেখানে তার উপর আতর্কিত হামলা করেন ওই গ্রামের হুমায়ুন, রুহোল,মশিয়ার ও ইমরান।
মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলাকারীদের সঙ্গে হিমায়েত চেয়ারম্যানের পূর্ব শত্রুতা রয়েছে। তার জেরেই তারা চেয়ারম্যানের উপর হামলা করে। এসময় স্থানীয়রা হামলাকারীদের ঠেকিয়ে দেয়।
তখন হামলাকারীরা চেয়ারম্যান হিমায়েতকে গালিগালাজসহ হত্যার হুমকি দেয়। এরপর থেকে চেয়ারম্যান হেমায়েত হুসাইন ফারুক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে অভিযোগের ব্যাপারে জানতে মশিয়ার রহমানকে ফোন দিলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি নন। চেষ্টা করেও অন্য অভিযুক্তদেরও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন,খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।