পটুয়াখালী জেলা গলাচিপা ঈদের নামাজে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষ  :  আহত ২ জন হাসপাতালে ভর্তি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

পটুয়াখালী প্রতিনিধি  : পটুয়াখালী জেলা গলাচিপা থানা লাভনা বকুলবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সিকদার বাড়ি জামে মসজিদে ঈদের নামাজের পর মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিজ্ঞাপন

মূল ঘটনা : স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মিষ্টি বিতরণ চলছিল। এ সময় বিতরণ প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে হাতাহাতি ও লাঠিসোটা নিয়ে মারামারির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

সংঘর্ষে লাভনা বকুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা [আহত ব্যক্তির নাম রাসেল সিকদার ২৮ মহিলা ফাতিমা ৩০ গুরুতর আহত হন এবং তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।


বিজ্ঞাপন

প্রশাসনের প্রতিক্রিয়া  : ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা

নেওয়া হবে।পরিশিষ্ট  : ঈদের মতো আনন্দের দিনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সমঝোতার প্রয়োজনীয়তার কথা বলেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *