জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল ফাইনাল খেলা  ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর জাতীয় ফুটবল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নোয়াখালী  প্রতিনিধি  :  মঙ্গলবার (০১ এপ্রিল ) বিকালে নোয়াখালীর সেনবাগে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে সঞ্চালনা করেন, নুর নবী রাজু।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থেকে পরপর ৫বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক বিরোধী দলের চীফ হুইপ ও সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সেনবাগ পৌর প্রশাসক মো: জাহিদুল ইসলাম, টপস্টার গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থীমার ছেলে আয়মান সালমান, নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী।

‎এসময় আরও উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত ) হযরত আলী মিলন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপি’র আহ্বায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, বিএনপি’র নেতা নুর নবী বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন ও সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল।

‎উক্ত খেলায় সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়ন দল ১লক্ষ ৫০ হাজার টাকা প্রাইজমানি লাভ করে। রানারআপ দল ১লক্ষ টাকার প্রাইজমানি লাভ করে। টুর্নামেন্টের  সেরা খেলোয়াড় পান ১০ হাজার টাকার প্রাইজমানি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *