বাকেরগঞ্জে বড়িয়া প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর জাতীয় ফুটবল বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

শফিকুল ইসলাম,(বরিশাল) বাকেরগঞ্জ : বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে বড়িয়া প্রিমিয়ার লীগ (বিপিএল) এর নবম আসর। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখী হয় ‘বড়িয়া সুপার জায়ান্ট’ ও ‘বড়িয়া রাইডার্স’ । ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মোল্লা। সভাপতিত্ব করেন সাইদুর রহমান সুমন মল্লিক।


বিজ্ঞাপন

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বড়িয়া সুপার জায়ান্টের ক্যাপটেন মোঃ শফিকুল ইসলাম। বড়িয়া রাইডার্স নির্ধারিত ১০ ওভারে মাত্র ৫৮ রান করতে সক্ষম হয়। বিপরীতে সুপার জায়ান্ট মাত্র ১ উইকেট হারিয়ে বিজয়ের লক্ষে পৌছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচ হন মোঃ ফয়জুল বিশ্বাস এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন আকাশ জোমাদ্দার।


বিজ্ঞাপন

বড়িয়া সুপার জায়ান্টের অধিনায়ক শফিকুল ইসলাম বলেন, আমাদের এই বিজয় সকল প্লেয়ার এবং জুলাই ২৪ অভ্যুত্থানের সকল শহীদ-গাজীদের উৎসর্গ করলাম।


বিজ্ঞাপন

প্রধান অতিথি তার বক্তৃতায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার ওপর গুরুত্বারোপ করেন। এসময় আরও রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মোঃ আবুবকর (সজিব) , তানিম মোল্লা, শানু মোল্লা, রিয়াদ খান, সাধারণ সম্পাদক কাওছার মল্লিক, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম (বি.কে) , মামুন মল্লিক, খান ফেরদাউস, রুবেল হাওলাদার,হাসান গাজী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *