নড়াইলে রাতের আধাঁরে বিএনপি নেতাকে লক্ষ করে ককটেল বোমা হামলা’র প্রতিবাদে বিক্ষোভ

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইল সদর উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সান্টুর উপর ককটেল বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল শুক্রবার ৪ এপ্রিল, বিকাল ৫ টার সময় ১২ নং বিছালী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চাকই মরিচা ভবানীপুর চৌরাস্তা বাজার বণিক সমিতির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

এ সময় বিছালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী হাঁসরাতের সভাপতিত্বে ও বিছালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্যা আব্দুল আলীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন,নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,আরও বক্তব্য রাখেন,বিছালী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি সামছুল ইসলাম সোহাগ,নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আল আমিন,বাঘারপাড়া উপজেলার বাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান,অভয়নগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইকবালসহ বিছালী ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ এ বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এদিকে,রাসেদুল ইসলাম সান্টু গত ২ এপ্রিল বুধবার রাত সাড়ে ১১ টার সময়,চাকয় বাজার থেকে বাড়ি’র উদ্দেশে রওনা দিয়ে মোল্যা বাড়ি পারিবারিক কবরস্থান পার হলেই হঠাৎ করে পিছন থেকে রাসেদুল ইসলাম সান্টুকে লক্ষ করে সন্ত্রাসী’রা ককটেল বোমা মেরে দ্রুত মোটরসাইকেল যোগে চাকয় বাজারের দিকে পালিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *