নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে চাঁদার দাবিতে বিএনপি নেতা হুমায়ূন কবিরকে উলঙ্গ করে সন্ত্রাসী হামলা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় সাঈদ (৩২), সাদেক (৩০), ওমর ফারুক (৪০)কে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে কদমতলী থানায় লিখিত অভিযোগ করেছে হামলার শিকার হুমায়ুন কবির।

অভিযোগ সুত্রে জানাযায়, ৩০ মার্চ রাত আনুমানিক ৮ ঘটিকার সময় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কদমতলীর মুজাহিদ নগর এলাকার বাসিন্দা বিএনপি নেতা হুমায়ুনের বাড়ীর কেচি-গেইটের তালা ও সিসি ক্যামেরা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে বেদম মারধর করে এলাকার ২০/২৫ জন চিহ্নিত সন্ত্রাসী।

এসময় তাকে বিএনপির রাজনীতি ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়। এসময় তার নিকট থেকে আড়াই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদাদ দিতে অস্বীকার করলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি পিটিয়ে এবং ধারালো চাকু দ্বারা আঘাত করে স্ত্রী- সন্তানসহ শতশত মানুষের সামনে তার পড়নের কাপড় ছিড়ে ফেলে উলঙ্গ এবং তার মুখের দাড়ি ছিড়ে ফেলা হয়।

এক পর্যায়ে ঘরে থাকা ৩০ হাজার টাকা তাদেরকে দিয়ে বাকী টাকা পরে দেয়ার কথা বলে স্বামীকে প্রাণে রক্ষা করে হুমায়ূনের স্ত্রী। বাকী টাকা না দিলে তাকে হত্যাসহ মিথ্যা মামলা করার হুমকি দিয়ে চলে যায়।
এদিকে মুজাহিদনগর এলাকার একাধিক বাসিন্দা জানায়,ঈদের আগের দিন রাতে সন্ত্রাসীরা হুমায়ুনের বাড়িতে ঢুকে শতশত মানুষের সামনে ও তার স্ত্রী- সন্তানের সামনে তাকে বেদম পিটিয়ে তাকে উলঙ্গ করা হয়েছে এবং তার দাঁড়ি ছিড়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
উল্লেখ্য- হামালার শিকার বিএনপি নেতা হুমায়ুন কবির ও তার ছেলে আওয়ামীলীগ শাসনামলে একাধিক মামলার আসামি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলায় শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলার বাদী এ বিএনপি নেতা হুমায়ুন।
এদিকে থানায় কেন অভিযোগ করেছে হামলাকারীরা ১০/১৫ টি মোটরসাইকেল নিয়ে হুমায়ুনের বাড়ির সামনে মহড়া দিচ্ছে।
এ বিষয়ে জানতে কদমতলী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) শাফায়াত হোসেন এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।