নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নবনিযুক্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং ফারাহ মাহবুব গত বৃহস্পতিবার ৩ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা মহামান্য রাষ্ট্রপতির সাথে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপীল বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত দুই মাননীয় বিচারপতি কে অভিনন্দন জানান। তিনি তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহবান জানান।

উল্লেখ্য, সুপ্রীম জুডিসিয়াল এপোয়েন্টমেন্ট কাউন্সিল এর সুপারিশ অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ-এর বিচারক বিচারপতি এ,কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব কে গত ২৪ মার্চ, নিয়োগ প্রদান করেন। গত ২৪ মার্চ আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব-কে সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগের বিচারক পদে নিয়োগদান করিয়াছেন।
এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’ নিয়োগপ্রাপ্তির পরের দিন গত ২৫ মার্চ ২০২৫ খ্রি. তারিখ মাননীয় বিচারপতি মহোদয়বৃন্দকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি শপথ পাঠ করান।