গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে পাবনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

পাবনা প্রতিনিধি  :  গাজায় ইসরায়েলিদের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা।


বিজ্ঞাপন

আজ সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার বিক্ষোভ মিছিল বাদ আসর চাপা মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের গুরপট্টি, দিলালপুর, চারতলা মোড়, বীণাবাণী হয়ে শহিদ চত্বরে এসে শেষ হয়।

জেলা জামায়াতের সেক্টেটারি মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, সহ-সেক্রেটারি এস এম সোহেল, পাবনা সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, পৌরো আমির মাওলানা আব্দুল লতিফ, জেলা বার সমিতির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, ছাত্র শিবির সভাপতি ফিরোজ হোসেন প্রমুখ।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, ইসরাইল ন্যাক্কারজনক ভাবে মানুষ হত্যা করে যাচ্ছে, সেটি রিতিমতো মানবতার চরম লংঘন । আমাদের ভাইদের নির্বিচারে হত্যা করছে, আমরা বসে থাকতে পারি না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ । এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা সবাইকে ইসরাইলের সব ধরনের পন্য ব্যবহার বর্জনের পরামর্শ দেন।


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *