ময়মনসিংহ প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক গতকাল রবিবার ৬ এপ্রিল এপ্রিল বিকালে কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর টানপাড়া এলাকায় ফুলপুর টু ময়মনসিংহ মহাসড়কে মাদক বিরোধী চেকপোষ্টে ঢাকাগামী বিআরটিসি বাস হতে মোঃ মতিয়ার রহমান মুন বাদশা (৪১), পিতাঃ মৃত আঃ রশিদ, মাতাঃ মৃত মনোয়ারা বেগম, সাং- যাদুরচর চাকতাবাড়ী, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম নামীয় একজন মাদক ব্যবসায়ীকে ১৩,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

এরপর উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
