নিজস্ব প্রতিবেদক : গত ২৫ মার্চ আজকের দেশ ডট কম এ ” আওয়ামী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামালের ডোনার আগষ্টিন পিউরিফিকেশন চক্র খ্রিষ্টান বলে কি আইনের ঊর্ধ্বে” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে দি খ্রিষ্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: , ঢাকা ক্রেডিট।

আজ ৭ এপ্রিল দি খ্রিষ্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ও খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে, প্রকাশিত সংবাদ কে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদের মূল বিষয়বস্তুর সুনির্দিষ্ট উল্লেখ পূর্বক কোন ব্যাখ্যা বা প্রতিবাদ জানানো হয় নি।

প্রতিবেদক খ্রিষ্টান সম্প্রদায়ের একটি পক্ষ ও কালব নেতৃবৃন্দের সাথে কথা বলে নিউজ করেছে। নিউজের বিষয়বস্তুর সাথে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি পক্ষ সহমত পোষণ করেছেন।
যে কারনে ” খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষে প্রতিবাদ” শব্দ টি প্রশ্নের দাবি রাখে। তাছাড়া, নিউজের বিষয়বস্তু ছিল বিতর্কিত পাঁচ জন ব্যক্তি, গোটা খ্রিষ্টান সম্প্রদায় নয়। এছাড়া, নিউজে কালব এর বিষয়ে উল্লেখ ছিল, ঢাকা ক্রেডিটের বিষয় মূখ্য ছিল না।