নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার মামলায় আওয়ামী লীগের ৪৮ নেতা কর্মী কারাগারে

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার ৩ মামলায় লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী-লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের ৪৮ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে লোহাগড়া আমলি আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন,গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আওয়ামী-লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের মোট ৪৮ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।


বিজ্ঞাপন

তবে আদালতের বিচারক সাবরিনা চৌধুরী জামিন আবেদন নামুঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে,জামিন শুনানির সময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে আসামিদের জামিন নামুঞ্জুর হওয়ায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাদের নড়াইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *