মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলে অভিযান চালিয়ে ১১ টি অবৈধ কাঠা উচ্ছেদ, ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ২ হাজার ৫শ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছেন মৎস বিভাগ ।

পরে জব্দকৃত ঐ সব জাল জনসম্মূখে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এসময় ৯ ইঞ্চির ছোট ৪০ কেজি মাছ বিলরুট চ্যানেলে অবমুক্ত করা হয়। আজ ৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১০ টা থেকে বিলে ৪ টা পর্যন্ত গোপালগঞ্জ বিলরুট চ্যানেলের সদর উপজেলার হরিদাসপুর, উলপুর ও নিজড়া এলাকায় বসারতের খালে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেরিন ফিশারিজ কর্মকর্তা মফিজুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুল ইসলাম ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয় ।
এসময় বিলরুট চ্যানেলের মধ্য থেকে ১১ টি অবৈধ কাঠা উচ্ছেদ, ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার ৫শ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসব জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া ৯ ইঞ্চির ছোট ৪০ কেজি মাছ জব্দ করে বিলরুট চ্যানেলে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত ঐ সব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বলেন, অবৈধ কাঠা, চায়না দুয়ারী ও অবৈধ কারেন্ট জাল দিয়ে দেশের মৎস্য সম্পদ ধ্বংস করা হচ্ছে। আমরা ওই সকল অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। দেশের মৎস সম্পদকে রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।