যশোর মনিরামপুরে পুলিশের আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা প্রতিরোধ, সাইবার বুলিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোরের মনিরামপুর থানা পুলিশের আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা প্রতিরোধ, সাইবার বুলিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গতকাল মঙ্গলবার   ৮ এপ্রিল  বেলা সাড়ে  ১২ টায়  মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজ হল রুমে মনিরামপুর থানা পুলিশের আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা প্রতিরোধ, সাইবার বুলিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।


বিজ্ঞাপন

সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন, ইভটিজিং প্রতিরোধে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে। যদি কেউ ইভটিজিং এর শিকার হয় তবে সাথে সাথে নিকটতম পুলিশ স্টেশন অথবা জেলা পুলিশকে জানাতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল অনলাইন প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সর্তকতা অবলম্বন করতে হবে।

এসময় তিনি বাল্য বিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং কেউ যদি সাইবার বুলিংয়ের শিকার হয় তাহলে দ্রুত থানা পুলিশ অথবা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে অবহিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব আফরোজা মাহমুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার “মনিরামপুর” সার্কেল, যশোর, অফিসার ইনচার্জ, মনিরামপুর থানা, অত্র কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *