গোপালগঞ্জে রিভার প্রকল্পের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি 

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জে রেসিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন এন্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভার প্রজেক্টের উপ-সহকারী প্রকল্প পরিচালক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, গোপালগঞ্জ জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক। সভাপতি তার সমাপনী বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।


বিজ্ঞাপন

উক্ত প্রশিক্ষণ কর্মশালা টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জ এর আয়োজনে গত মঙ্গলবার (৮এপ্রিল) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, ঠিকাদার প্রতিনিধি ও কনসালট্যান্টদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) বিকাল ৩টায় শেষ হয়।


বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালা টি গত ৮ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরীফ উদ্দিন প্রধান অতিথি থেকে উদ্বোধন করেছিলেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভার প্রজেক্টের প্রকল্প পরিচালক অরুণ কুমার চৌধুরি।  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেছিলেন গোপালগঞ্জ জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ছিলেন, প্রকল্প সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক নির্দেশনা প্রদান করে ছিলেন। পাশাপাশি তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের রিভার প্রকল্পের বিষয়ে অবহিত করেছিলেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হবে বলেও তিনি জানিয়েছিলেন।

এছাড়াও প্রকল্পের আওতায় গোপালগঞ্জ জেলায় মোট ৬৭টি ফ্লাড-সেল্টার নির্মানের কথা জানিয়েছেন। এছাড়াও তিনি পকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *