ঝালকাঠির বাউকাঠিতে তৌহিদী জনতার উদ্যোগে প্যালেস্টাইনে ইজরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Uncategorized আন্তর্জাতিক গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

ঝালকাঠি প্রতিনিধি  :  ঝালকাঠির নবগ্রামে ইউনিয়নের বাউকাঠিতে প্যালেস্টাইনে ইজরাইলী গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার বিকালে বাউকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নবগ্রাম বাজার রোড, হিমানন্দকাঠি হয়ে পুনরায় বাউকাঠি স্কুলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে শত শত তৌহিদী জনতা বাউকাঠি স্কুলের সামনে রাস্তার পাশে মানব বন্ধন কর্মসূচী পালন করেন।


বিজ্ঞাপন

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম, আলহাজ্ব হাফিজুল ইসলাম, মাওলানা মারেফত উল্লাহ, খতিব হাফেজ জুনায়েদ, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা আল আমিন প্রমুখ।


বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের মাধ্যমে ফিলিস্তিনে গণহত্যা বন্ধেরদাবী জানান, তারা এ ধরনের নারকীয় অমানবিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফিলিস্তনের মুসলমান সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি জন্য দোয়া মোনাজাত করে কর্মসূচী শেষ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *