নিজস্ব প্রতিনিধি বেনাপোল : শার্শা থানাধীন ত্রিমহিনী শ্যামলাগাছী নামক স্থানে যশোর-বেনাপোল মহাসড়কে গতকাল ১০ এপ্রিল রাত অনুমান ৮ টা ১০ মিনিটের সময় ভিকটিম তানিয়া খাতুন (৩০), পিতা-জাহাঙ্গীর হোসেন, স্বামী-সেলিম হোসেন, সাং-লাউতারা, থানা-শার্শা, জেলা-যশোর তার স্বামীর সাথে মোটরসাইকেলযোগে শার্শা হতে নাভারণ যাওয়ার পথিমধ্যে শার্শা থানাধীন ত্রিমহিনী শ্যামলাগাছী মোড়ে পৌছালে পিছন দিক হতে অর্থাৎ বেনাপোল হতে আগত ট্যাংক লরি নং-ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ফলে মোটরসাইকেলে পিছনে থাকা ভিকটিম পড়ে গিয়ে লরির নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন এবং তার স্বামী সেলিম হোসেন ছিটকে পড়ে সামান্য আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সংবাদ পেয়ে শার্শা থানা পুলিশ এবং নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হাইওয়ে পুলিশ কর্তৃক লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
