বরগুনার আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

বরগুনা প্রতিনিধি : জলবায়ু সংকট নিরসন,জলবায়ু ন্যায় বিচার ও জীবশ্ম জ্বালানী কমিয়ে আনার দাবীতে শুক্রবার সকাল ১১ টায় আমতলীর পায়রা নদীর তীরে ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসূচী পালন করে।


বিজ্ঞাপন

ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ও এনএসএস এর সহযোগিতায় ডিআরআর ইয়ুথ ভলানটিয়ার, তারুন্যেও আলো আমতলী কেন্দ্রীয় যুক ফোরাম ও পায়রা আমতলী কেন্দ্রীয় যুব ফোরাম এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।


বিজ্ঞাপন

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার, এনএসএসএর প্রোগ্রাম ম্যানেজার তাজমেরী জাহান লিখন, আখতারুজ্জামান, মো. রফিকুল ইসলাম, রাধা রানী খোকন দাস, জ্যাকলিন টুম্পা মন্ডল ও মুক্তা রানী প্রমুখ।


বিজ্ঞাপন

এর আগে একই দাবীতে সকাল ১০টায় আমতলী প্রেসক্লাবের সামনে একশন এইড ও এনএসএস সহযোগিতায় বরগুনা ইয়ুথ হাবের আয়োজনে এক মানবন্ধন কর্মসূচী পাল করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *