ময়মনসিংহ প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি’র স্নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানাধীন নগরীর জিলা স্কুল মোড় পন্ডিত রোডে মাদক বিরোধী এক বিশেষ অভিযান ১০ এপ্রিল রাত সাড়ে ৮ টার সময় পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে মোঃ শাহিন মিয়া(২৮), পিতা- মোঃ কানু মিয়া, মাতা- আম্বিয়া বেগম, সাং- কাশিনগর মধ্যপাড়া, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া নামীয় একজন ব্যক্তিকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

এরপর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
