তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) : “বৈশাখের তপ্তদাহে হোক অসুন্দরের বিনাশ” – এ স্লোগানে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় কুমিল্লা সাংস্কৃতিক জোটের আয়োজনে সোমবার কুমিল্লা নগর উদ্যানের জামতলায় দিনব্যাপী বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা ১২ এপ্রিল শনিবার সন্ধ্যায় নগরের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটেৱ সাবেক সভাপতি ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রেসক্লাবে এর সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, উদযাপন পর্ষদের আহ্বায়ক বেলায়েত হোসেন কনক, সদস্য সচিব আশিক শিশির ও জোটের সাধারণ সম্পাদক কমল চন্দ খোকনসহ জোট ভুক্ত ত্রিশটি সংগঠনেৱ নেতৃবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে বর্ষবরণ শোভযাত্রা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, লোকজ ক্রীড়া, রক্তের গ্রুপ সনাক্তকরণ, বর্ষবরণ আলোচনা,পুস্তক প্রদর্শনী, স্মারক প্রকাশনা, প্রদর্শনী স্টল, নববর্ষের মিষ্টান্ন আপ্যায়ন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা।