বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পাওনা টাকা না দিয়ে বিপদে ফেলতে পাওনাদারের ফেইজবুক আইডি হ্যাক করে সরকার বিরোধীসহ বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে অর্ণব(৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।

উপায়ান্তর না পেয়ে এ বিষয়ে শুক্রবার সন্ধায় শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী বাগআঁচড়া গ্রামের শেখ আব্দুর রশিদের ছেলে শেখ রোকনুজ্জামান রিপন।

অভিযুক্ত অর্ণব বাগআঁচড়া গ্রামের মোতাচ্ছের এর মেয়ে জামাই। সে বাগআঁচড়ায় ঘরজামাই হিসেবে বসবাস করছে।

অভিযোগ সুত্রে জানাগেছে, ভুক্তভোগী শেখ রিপন নামে একটি ফেইজবুক আইডি চালাতো। গত ডিসেম্বরের ১০ তারিখে হঠ্যাৎ করে ফেইজবুক আইডিতে ঢুকতে না পেরে জানতে পারে তার আইডি হ্যাক হয়েছে।পরে দিনের পর দিন সেই আইডি থেকে সরকার বিরোধী সহ কুরুচিপূর্ণ বিভিন্ন পোষ্ট হতে থাকে এবং কিছুদিন পর আইডিডা একেবারে বন্ধ হয়ে যায়।পরে সে খোঁজখবর দিয়ে জানতে পারে এটি হ্যাক করেছে বাগআঁচড়া এলাকার মোতাচ্ছেরের জামাই অর্ণব ও তার মেয়ে সীমা খাতুন।
মোতাচ্ছের এলাকার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় বিএনপি ঘরনার রিপনকে বিভিন্ন সুযোগসুবিধার প্রলোভন দেখিয়ে সে সময় তার কাছ থেকে ১৪ হাজার ও হাওলাদ হিসেবে ৫ লাখ ৫৬ হাজার টাকা নিয়েছিলো।সেই টাকা না দিতে ভুক্তভোগী রিপনকে বিপদে ফেলতে মোতাচ্ছের তার মেয়ে সিমাকে দিয়ে রিপনে পরিবারের ৬ জনের মোবাইলের সীম ও জাতীয় পরিচয় পত্র চুরি করায় এবং তার জামাইকে দিয়ে ফেইজবুক আইডি হ্যাক করায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন।তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।