বিএনপি’র আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন গুরুতর আহত 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  : গতকাল শুক্রবার ১১ এপ্রিল রাত ১১ টার সময়  বিএনপি’র আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১ (এক) জন গুরুতর আহত হয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা গেছে,  ভিকটিম মোঃ লালটু (৩০) পিতাঃ জহুরুল আলী বিশ্বাস গ্রামঃ রামপুর থানাঃ শার্শা জেলাঃ যশোর। ৫নং পুটখালী ইউনিয়ন ৫নং গয়ড়া, রাজাপুর গয়রা রোডে গয়ড়া শেষের মাথায় ব্রিজের উপর, রাজাপুর মাহফিল শুনতে যায়।


বিজ্ঞাপন

এসময় পূর্বপরিকল্পিত ভাবে পথিমধ্যে রেজাউল গ্রুপের সদস্য মোঃ আশানুর পিতা নুর ইসলাম সাং -কন্যাদাহ, জনি (৩২) পিতা নুর ইসলাম গাইন সাং কন্যাদাহ, বাবু(২৫) পিতা মোঃ মশিউর রহমান সং রামপুর,  আববাস (২৫) পিতা মতলেব গাইন সাং কন্যাদাহ, নাসির (২৫) পিতা মৃত রহমান গাইন সাং কন্যাদাহ উভয় থানা শার্শা জেলা যশোর এনং অনিক (২৫) পিতা তাহের সাং নারায়ণ পুর বেনাপোল থানা জেলা যশোর, সহ অজ্ঞাত ৪/৫ পূর্ব শত্রুতা নিয়ে পরিকল্পিতভাবে রাজাপুর মাহফিল শুনতে গেলে পথে মধ্যে তাকে চাইনিজ কোরাল দিয়ে মাথায়, চোখের কোনায়,পায়ে গুরুত্ব জখম হয়।


বিজ্ঞাপন

ভিকটিম এখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন।

ভিকটিমের শারীরিক অবস্থা আশংকা জনক। এসংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।বর্তমানেএলাকর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *