চেঙ্গি নদীর পাড়ে ফুল হাতে দাঁড়িয়ে আছেন মিষ্টি দেওয়ান।

খাগড়াছড়ি প্রতিনিধি : পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান বর্ষবরণ উৎসব ফুল বিজু এবারও খাগড়াছড়ির চেঙ্গী নদীর পাড়ে উদযাপিত হলো এক অপার সৌন্দর্য আর সাংস্কৃতিক আবেগে ভরপুর হয়ে।

প্রতি বছর ১২ই এপ্রিল পালন করা হয় এই দিনটি, যা মূলত চাকমা সম্প্রদায়ের পুরাতন বর্ষবিদায়ী দিনের প্রতীক। নদীতে ফুল বিসর্জন দিয়ে পুরনো বছরের গ্লানি, ক্লান্তি ও দুঃখ বিদায় জানানো হয়, আর আহ্বান জানানো হয় নতুন সময়ের,নতুন বছরের শুভেচ্ছা ও আনন্দের।

চেঙ্গি নদীর পাড়জুড়ে সকাল থেকেই জড়ো হয় পাহাড়ি নারী-পুরুষ, পরনে ঐতিহ্যবাহী পোশাক, হাতে বাহারি ফুল। এদের মাঝে ছিলেন মিষ্টি দেওয়ান একজন তরুণী যিনি নিজ সংস্কৃতির প্রতি ভালোবাসা আর গর্ব নিয়ে অংশ নেন এই উৎসবে। তার নদীর পাড়ে তোলা দুটি মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে রঙের আবেশের মতো।
প্রসঙ্গত, মিষ্টি দেওয়ান এখন জনপ্রিয় ট্রাভেল প্ল্যাটফর্ম GoWild-এর সাথে একটি সাত পর্বের ভিডিও সিরিজে কাজ করছেন। সিরিজটির নাম “রুচি প্রেজেন্টস, অজানার আহ্বানে পাহাড়িয়ার পথে”। যেখানে পাহাড়ি সংস্কৃতি, উৎসব, জীবনযাত্রা আর মানুষের হাসি-কান্না উঠে আসবে এক ভিজ্যুয়াল জার্নির পরতে পরতে।
ফুল বিজু শুধু উৎসব নয়, এটি পাহাড়ি সমাজের এক আত্মপরিচয়ের চমৎকার বহিঃপ্রকাশ। নদী, ফুল, মানুষ আর স্মৃতির মেলবন্ধনে পাহাড় যেন আপন বুকে নতুন করে আশ্রয় দেয় পুরনো দিনের আনন্দগুলোকে।