নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল থানাধীন ছোট আঁচড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ এপ্রিল ২০২৫) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ছোট আঁচড়া মোড়ে ইদ্রিস আলীর চায়ের দোকানের সামনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ-এর অনুসারী মোঃ আশানুর (৫৫), মিন্টু বিশ্বাস (৪৫) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে বিএনপি সমর্থিত রেজাউল মেম্বারের অনুসারী মোঃ তবিবার রহমান (৫২), মোঃ তরিকুল ইসলাম (৪৫), ও রিফাজুল ইসলাম (৪০)-কে লাঠি, ইট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাভারণ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসক সূত্রে জানা যায়, আহতদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।

ঘটনার পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।