মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাফকো হাইব্রিড ধান-২ এর উৎপাদন নিয়ে কৃষকদের মাঠ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ১২ এপ্রিল, বিকেলে উপজেলার তারাশী-পবনারপাড় মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করে নাফকো প্রাইভেট লিমিটেড।

কৃষক হিটু তালুকদারের সভাপতিত্বে মাঠ সমাবেশে নাফকো গ্রুপের চেয়ারম্যান এস এম হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় নাফকো গ্রুপের সেলস ম্যানেজার রাশেদুল ইসলাম, এরিয়া ম্যানেজার জাকির হোসেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা সুমন মৈত্র, প্রদীপ হালদার বক্তব্য রাখেন।
এর আগে সকালে কৃষকদের নিয়ে নাফকো হাইব্রিড ধান চাষ করা জমির এক শতাংশ পাকা ধান সংগ্রহ করা হয়। মাড়াই করে দেখা যায় এক শতাংশ জমিতে ৫৭ কেজি নাফকো হাইব্রিড ধান উৎপান্ন হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি গ্রুপের চেয়ারম্যান এস এম হুদা বলেন, উৎপাদন ও গুনগত মানের দিক দিয়ে নাফকো হাইব্রিড ধান-২ ইতিমধ্যে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। এটি গণচীনের বিখ্যাত জংই সীড কোম্পানী কর্তৃক উদ্ভাবিত সুপার কোয়ালিটি হাইব্রিড ধান বীজ।
কৃষক হিটু তালুকদার বলেন, নাফকো ধান চাষ করে আমি লাভবান হয়ছি। অন্যান্য ধানের তুলনায় এটির ফলন বেশি এবং আগাম ফলন হয়। আমি ২০ বিঘা জমিতে এ বছর নাফকো ধান-২ চাষ করেছি।