মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে বাংলা বাঙালি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতিগত উৎসব নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে । সোমবার ১৪ এপ্রিল সকাল ৬টার সময় গোপালগঞ্জ পৌর মুক্তমঞ্চে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব মু. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার বিশ্বজিৎ পাল গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবির জেলা কালচার অফিসার ফারহান কবির শিফাত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালমা পারভীন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি, এস এম তারেক সুলতান বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব), প্রবীর কুমার বিশ্বাস সহকারী

কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,আনছার ও ভিডিপি, শিক্ষা সামাজিক সাংস্কৃতিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীদের এবং সর্বস্তরের গণমানুষের উপস্থিতিতে ছিল টইটম্বুর প্রাঙ্গণ।

ভোর ৬ টায় জেলার পৌর পার্কের উন্মুক্ত সুদৃশ্য মঞ্চে উদ্বোধিত হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এর পরপরই ক্রমানুসারে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, ত্রিবেনী গন সাংস্কৃতিক সংস্থা, সুর সন্ধান শিল্পী গোষ্ঠী, অনিতা নৃত্যকলা, মধুমতি শিল্পী গোষ্ঠী, ঘুঙ্গুর নৃত্যালয়, সোনার তরী শিল্পী গোষ্ঠী সহ স্থানীয় সকল সাংস্কৃতিক সংগঠন সমূহ এক আবেগঘন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিশেষ আকর্ষণীয় বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন করে গোপালগঞ্জের স্থানীয় লাঠি খেলোয়াড়বৃন্দ।
এর পরপরই একটি বিশাল কালার ফুল রালী বিভিন্ন রং ঢং সাঁজ সজ্জায় বাংলার প্রাচীন ঐতিহ্যের ও সমসাময়িক প্রতীক নিয়ে গোপালগঞ্জ শহর প্রদক্ষিণ করে যার নেতৃত্বে ছিলেন গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।