বিজিবির মানবিক উদ্যোগ  : রুমা উপজেলার দুর্গম আনন্দপাড়ায় ৫০০ ফুট পানির পাইপ ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক অনুদান

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (বান্দরবান)  : বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এবং ব্যাটালিয়ন সদর হতে প্রায় ৩৫ কিঃমিঃ দূরবর্তী দূর্গম আনন্দপাড়ায় বসবাসরত জনগোষ্ঠির জন্য সুপেয় পানির ব্যবস্থাকল্পে ৫০০ ফুট পানির পাইপ এবং সেখানকার পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে বিজিবি।


বিজ্ঞাপন

গতকাল রবিবার  ১৩ এপ্রিল, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান আনন্দপাড়ার কারবারীর নিকট ৫০০ ফুট পানির পাইপ হস্তান্তর এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ ক্রয়ের নিমিত্তে নগদ অর্থ প্রদান করেন। এ সময় বিজিবি’র অন্যান্য পদবীর সদস্য এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

উল্লেখ্য, আনন্দপাড়া অত্যন্ত গহীন ও দুর্গম হওয়ায় সেখানকার জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভুগছিল। এ সমস্যা দুরীকরণের জন্য পাড়ার কারবারী রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজার নিকট ৫০০ ফুট পানির পাইপ সরবরাহের জন্য আবেদন জানান।


বিজ্ঞাপন

পাহাড়ী জনগোষ্টির এ মানবিক আবেদনে সাড়া দিয়ে অধিনায়ক মহোদয় তাদের সুপেয় পানির ব্যবস্থাকরণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ আনন্দপাড়ায় বসবাসরত জনগোষ্ঠির কাছে ৫০০ ফুট পানির পাইপ এবং শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *