নড়াইলে মেলা দেখার কথা বলে ডেকে নিয়ে হত্যা’র দায়ে হত্যাকারী যুবক হাসিবকে যাবজ্জীবন কারাদণ্ড

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন প্রশাসনিক সংবাদ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ইয়াছিন মোল্যা হত্যা মামলায় মো. হাসিব খান (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নড়াইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হোসাইন মোল্যা সদর উপজেলার চাঁদপুর গ্রামের মো.মফিজ খানের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়,২০২৩ সালের ১৬ জানুয়ারি রাত ৯টার দিকে ইয়াছিন মোল্যা একটি লাল রঙের পালসার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় দুই দিন পর ১৮ জানুয়ারি ইয়াছিনের বোন নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর চার দিন পর,২২ জানুয়ারি দুপুরে পুলিশ জানায়,আলোকদিয়া ঈদগাহগামী ইটের রাস্তার পাশে,নুরুজ্জামান মোল্যার জমির দক্ষিণ পাশে রাস্তার ধারে ইয়াছিনের মৃতদেহ পাওয়া গেছে। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তকালে পুলিশ মো. হোসাইন মোল্যা ও মো. হাসিব খানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়,মেলা দেখার কথা বলে কৌশলে ইয়াছিনকে বাড়ি থেকে ডেকে এনে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। পরে মধ্যরাতে আলোকদিয়া গ্রামে গিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহায়। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে হোসাইন ও হাসিব ইয়াছিনের কপাল,মাথার পেছনে আঘাত করে গুরুতর জখম করে। পরে ছুরি দিয়ে তার গলার ডান পাশে,শ্বাসনালির ওপর আঘাত করে হত্যা করে। হত্যার পর মরদেহ গোপন করতে খেজুর গাছের শুকনা পাতার নিচে ঢেকে রাখা হয় এবং তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পরদিন,২৩ জানুয়ারি ইয়াছিনের বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণার দিনে মো.হাসিব খানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। তবে বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *