বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) :  বঙ্গোপসাগরে ১৪ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা, যা চলবে ১১ জুন পর্যন্ত। আগের ৬৫ দিনের নিষেধাজ্ঞা এবার ৭ দিন কমিয়ে আনা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৬ মার্চের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিজ্ঞাপন

ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে সময় নির্ধারণ করায় মৎস্যজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। শরণখোলা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মুজিবর হাওলাদার বলেন, এতে প্রতিবেশী দেশের অনুপ্রবেশ ও মাছ ধরার সমস্যা কমবে।


বিজ্ঞাপন

তবে জেলেরা এখনো সরকারি সহায়তার আশ্বাস পাননি বলে জানিয়েছেন শরণখোলার জেলে মনির হাওলাদার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, এখনো বরাদ্দের নির্দেশনা পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা ঘিরে ট্রলারগুলো উপকূলে ফিরে আসছে বলে জানান ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *