তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে শোভাযাত্রা ও গানে গানে উদযাপিত হল বাংলা নববর্ষ ১৪৩২।

পহেলা বৈশাখ সোমবার সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, জনপ্রনিধি, সুশীল সমাজের মানুষজনের অংশ গ্রহনে বের করা হয় বর্ষবরণের শোভাযাত্রা।

প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেমের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরন আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী নানা অনুষ্ঠান মালা।
বাংলা নববর্ষ উদযাপনে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম সহ বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম উপজেলা জামায়েতের আমির রোকন উদ্দিন , বিভিন্ন জনপ্রতিনিধি , সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।