
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী বাস টার্মিনাল দখলের চেষ্টা করেছে একদল চিহ্নিত সন্ত্রাসী। এনিয়ে রাতভর উত্তেজনা চলে মহাখালী এলাকায়।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করে। এতে করে তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে বিমানবন্দর সড়কে যানজট সৃষ্টি হয়ে বিপাকে পড়েন যাত্রীরা। ওই সড়কে চলাচলকারী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
মোঃ লুতফজ্জামান সরকার নামক একজন প্রত্যক্ষদর্শী বলেন, বলা নাই, কওয়া নাই! মহাখালী বাসস্ট্যান্ডের সামনে রাস্তার মাঝে আড়াআড়ি গাড়ি রেখে আন্দোলন করছেন শ্রমিকেরা! কী আজব অবস্থা!
আজমল ম্যাক নামক একজন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এই বিলাস পরিবহনের লোকেরা মহাখালী রাস্তা বন্ধ করার সাহস পায় কিভাবে, প্রশাসন ও সংবাদ কর্মি সবাই বিষয়টা ক্ষতিয়ে দেখবেন আশা করি।’
কয়েকজন পরিবহন শ্রমিক জানায়, বাসাবি কোম্পানির মালিক জামাল, কামাল ও চিহ্নিত সন্ত্রাসী আক্তারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী মহাখালী বাস টার্মিনালের বিলাস পরিবহনের কাউন্টার দখলে নেয়ার চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়। সন্ত্রাসীরা কাউন্টারের লোকজনকে জোর করে বের করে দেয়ার চেষ্টা করলে টার্মিনালের পরিবহন শ্রমিকরা একত্রিত হয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তেজগাঁও সাতরাস্তা থেকে মহাখালী হয়ে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়ে। পরে তিন ঘণ্টা অবরোধের পর পুলিশের মধ্যস্থতায় সমঝোতা হলে অবরোধ তুলে নেয় পরিবহন শ্রমিকরা।
এদিকে পাল্টা অভিযোগ করে এনার এক শ্রমিক মোঃ রাজ্জাক আহমেদ বলেন, মহাখালী বাস টার্মিনালে এনা পরিবহনের কাউন্টার গতকাল রাতে সাইফুল, বাতেন তাদের সহযোগি মোহন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাঙচুর করে ও টাকা পয়সা লুট করে নেয়, পরে তালা লাগিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে সোমবার ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া গণমাধ্যমকে জানান, মহাখালী বাস টার্মিনালে কাউন্টার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন টার্মিনালের সামনের সড়ক অবরোধ করেন।
ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বনানী ও তেজগাঁও থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যদের চেষ্টায় সমঝোতায় বিষয়টির সুরাহা হয়।
Post Views: 20