রাজনৈতিক হয়রানি মামলায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি’র নেতাকর্মীরা

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি রাজশাহী সংগঠন সংবাদ সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধ  : চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক মামলায় হাজিরা দিতে দিতে অতিষ্ঠ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নিতাকর্মীরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ আদালতে দুইটি মামলার হাজিরা দিতে এসেছিলেন বিএনপি’র রাজনৈতিক দল ও বিএনপি’র অন্যান্য অঙ্গসংগঠেনের নেতাকর্মীরা । তাদের মামল নং- ১৯৬ ও ১৯৭।


বিজ্ঞাপন

অন্যদের মধ্যে উপস্থিতি ছিলে কৃষক দলের পৌর আহবায়ক ইউসুফ আলী লাভলু,জেলা কমিটির আব্দুস সালাম মোহাম্মদ তাসেম আলী,সাবেক ছাত্রনেতা ফজলে আজীম মিম,যুবদল জেলা আহ্বায়ক তাবিরুল ইসলাম তারিফ, ফিরোজ আহমেদ, যুবদল নেতা মামুন, সাবেক প্যানেল মেয়র সাইদুর রহমান ও বিএনপির অন্যান্যঅঙ্গসংগঠেনের নেতাকর্মীগণ।


বিজ্ঞাপন

গত ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে  সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার পরও এখন পর্যন্ত নেতাকর্মীদের হয়রানি মূলক মামলাতে হাজিরা দিতে হচ্ছে,বিএনপির নেতাকর্মীরা বলেন বানোয়াট মামলায় বিএনপিকে কুণ্ঠাসা করার জন্য আওয়ামলীগের ফায়দা হাসিলের মামলাতে নির্যাতিত হতে হচ্ছে।


বিজ্ঞাপন

বিএনপি’র নীতাকর্মীদের অন্যায় ভাবে জড়িয়ে দীর্ঘদিন যাবত হাজিরা দিতে হচ্ছে, আইন উপদেষ্টা বলেছিলেন যে পাঁচই আগস্টের পরে যে মামলাগুলো প্রত্যাহার করার জন্য আদেশ দিবে কিন্তু এখন পর্যন্ত মামলা থেকে বিএনপির নেতাকর্মীরা পাচ্ছে না বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীরা এসময় আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর মামলা নিস্পত্তির জন্য আবেদন জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *