ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা এসএসসি পরীক্ষা কেন্দ্র আজ ১৫এপ্রিল মঙ্গলবার গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে প্রশ্নের ছবি তুলে পরীক্ষার্থীদের সাহায্য করার অপচেষ্টাকালে মো. জায়িব মিয়া ও পরবর্তীতে সাকিব নামের প্রশ্ন ফাঁসকারী চক্রের দুইজন ব্যক্তিকে আটক করা হয়।

সন্দেহভাজন পরীক্ষার্থীদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ অনুসারে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও ইসলামিয়া স্কুল কেন্দ্রে পরীক্ষায় নকল করার অপরাধে একজনকে বহিষ্কার করা হয়েছে। প্রশ্নফাঁস, নকল, দায়িত্বে অবহেলা, অবৈধ অনুপ্রবেশ প্রভৃতি সকল অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে পড়াশোনা করে বোর্ডের নির্দেশনা অনুসারে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হল। নকলের বিরুদ্ধেগফরগাঁও উপজেলা প্রশাসন, এর জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।