লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুমোদনহীন খাদ্যকারখানায় অভিযান : ২,০০,০০০ টাকা জরিমানাসহ কারখানা সিলগালা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (লক্ষীপুর) : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন মতিন ফুড প্রোডাক্টস নামক খাদ্য কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন

সুমধু চক্রবর্ত্তী, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর এবং  আবুদল্লাহ আল ইমরান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লক্ষ্মীপুর এর নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও এনএসআই এর সহযোগিতায় উক্ত অভিযানে ফ্যাক্টরিতে অনুমোদনহীনভাবে উৎপাদিত চিপসও চানাচুর, মেয়াদবিহীন অন্যান্য খাদ্যপণ্য, ব্যবহার অনুপযোগী পোড়া তেল ইত্যাদি জব্দ করে জব্দ করে ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন

এসব অপরাধের জন্য খাদ্যস্থাপনাটির মালিক মোহাম্মদ মতিন এর কাছ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ি ২,০০,০০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিগ্রহণ এর আগ পর্যন্ত কারখানা সিলগালা রাখার রায় দেয়া হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *