বরগুনার তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Uncategorized গ্রাম বাংলার খবর বরিশাল বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (১১) নামে এক কিশোরীর মৃত্য হয়েছে। মরিয়ম ওই গ্রামের মো. ফারুক আকনের মেয়ে। সে নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।


বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার সকাল পৌনে ৮টার সময় স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার সহপাঠী ফুফু নিজ বাড়ির পুকরের পানিতে গোসল করতে যায়। মরিয়ম ঘাটলায় দাড়ানো মাত্র পাকা ঘাটের শেওলায় পা পিছলে পানির অনেক গভীরে তলিয়ে যায়।

তার সাথে যাওয়া মিম দৌড়ে ঘরে খবর পৌছানো মাত্র বাড়ির লোকজন পানিতে খোজাখুজির পর মরিয়মকে উদ্ধার করে সকাল পৌনে ১০ টার সময় আমতলী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়া আসার পর জরুরী বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান মরিয়মকে মৃত্যু ঘোষনা করেন।


বিজ্ঞাপন

মরিয়মের বাবা মো. ফারুক আকন জানান, বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার ফুফু মিমকে নিয়ে পুকুরের পাকা ঘাটে গোসল করতে যায়।


বিজ্ঞাপন

এ সময় সে পা পিছলে পানিতে তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। মরিয়ম সাঁতার জানত না। মরিয়ম এবং মিম একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

👁️ 60 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *