আমিনুল হকের বিরুদ্ধে এনসিপি নেতাদের অপপ্রচার  : বনানী থানা বিএনপির মানববন্ধন 

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

শিল্পী আক্তার  : ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বনানী থানা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৯ এপ্রিল) সকালে মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় বনানী থানা বিএনপি ও সচেতন নাগরিকের পক্ষ থেকে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ জানান সচেতন নাগরিক সমাজসহ নেতৃবৃন্দরা।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, গত ১৫ এপ্রিল রূপনগরে ঘটে যাওয়া প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে অপপ্রচার চালায় এনসিপি। যেখানে প্রেমঘটিত ঘটনাকে উল্লেখ না করে বিএনপি চাঁদাবাজি করে এই মর্মে বক্তব্য দেয় এনসিপি নেতারা।
বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ‘বিএনপি নেতা আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে।’
এ সময় বিএনপি নেতারা আরও বলেন, ‘আমিনুল হকের বিরুদ্ধে যাই করেন, যত অপপ্রচার করেন তার কিছুই করতে পারবেন না। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে তার বিরুদ্ধে বলেন। কিন্তু একজন ভালো মানুষ ও দক্ষ সংগঠকের বিরুদ্ধে আপনারা এমন অপপ্রচার করতে পারেন না।’
এ সময় বিএনপি নেতারা এনসিপি নেতাদের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানায় এবং পাশাপাশি তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *