নিজস্ব প্রতিবেদক : আজ সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক জহিরুল আলম রুবেল-কে দেখতে আসেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান কর্তব্যরত চিকিৎসক এর কাছে জহিরুল আলম রুবেল এর চলমান চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন।

উল্লেখ্য- গতকাল পার্টির বর্ধিত সভা শেষে রাতে বাসায় গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান এবং তাঁর ডান হাতটি ভেঙে যায়।

এসময় উপস্থিত ছিলেন – জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আবদুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এড.মোঃ রেজাউল ইসলাম ভূৃঞা, জহিরুল ইসলাম জহির, জসিম উদদীন ভূইয়া, মোঃ আরিফুর রহমান খান, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, এম এ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, হাজী শাহজাহান,যুগ্ম মহাসচিব জুবের আলম খান রবিন,এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, সাংগঠনিক সম্পাদক মীর সামসুল আলম লিপটন, দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলাম সরকার, শেখ সারোয়ার, আব্দুল কুদ্দুস মানিক, মহানগর দক্ষিণের নেতা নেয়ামত উল্লাহ নবু,হুমায়ুন কবির মজুমদার একেএম হিরু বাবুল, আক্তার হোসেন সোহেল, মোঃ সেলিম, হাবিব, এম এ সাঈদ, আবদুল ওয়াদুদ সিকদার প্রমূখ।