নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে বঙ্গবন্ধু হকার্স মার্কেট কতৃপক্ষের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ খুলনা জীবন-যাপন প্রশাসনিক সংবাদ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা দোকান ঘর টিকিয়ে রাখতে ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বঙ্গবন্ধ হকার্স মার্কেটের সামনে বাইরের লোক এনে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করে আওমী দোশর ও বঙ্গবন্ধ হকার্স মার্কেটের সভাপতি মাসুম জুমাদ্দার,সাধারণ সম্পাদক লিটন মোল্যা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের আগে বঙ্গবন্ধ হকার্স মার্কেট নামসহ মার্কেটে বঙ্গবন্ধ হকার্স মার্কেট নামে সাইনবোর্ড থাকলেও
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের সাথে সাথে বঙ্গবন্ধ হকার্স মার্কেট নামের সাইনবোর্ড খুলে বাড়ি নিয়ে যায় এবং বঙ্গবন্ধু নাম কেটে শুধু হকার্স মার্কেট নাম ব্যবহার করে আওমী দোশর ও বঙ্গবন্ধ হকার্স মার্কেটের সভাপতি মাসুম জুমাদ্দার।
এদিকে,গত ২৩ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোব করেন নড়াইল রুপগঞ্জ বাজারের বঙ্গবন্ধ হকার্স মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী’রা। এসময় মানববন্ধন ও বিক্ষোবে ব্যবসায়ী ইয়াকুব আলী,সৈকত,
আব্দুল্লাহ্,জাকির হোসেন,হেদায়েত,মাজেদ,ছালাম,
ছুবাহান শেখ,সবুজ,স্যামল ঠাকুর,তন্ময় চৌধরী ও সাকিলসহ আরো অনেকে বলেন,আমাদের না জানিয়ে রাতের আধারে ঘর নির্মান করে টাকার বিনিময়ে ঘর দিয়ে মাসুম জুমাদ্দার হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা,আমরা মাসুম জুমাদ্দারের বিচার চাই। জেলা প্রশাসক বরাবর অভিযোগ সুত্রে জানায়ায়,
নড়াইলের রুপগঞ্জ বাজারের বঙ্গবন্ধু হকার্স মার্কেটর পুরাতন ব্যবসায়ীগণ সরকারের সড়ক উন্নয়নের জন্য মার্কেট ভেঙ্গে দেয়ার পরে ব্যবসায়ী’রা পরিবার নিয়ে অসহায় হয়ে পড়ে এবং পরে ব্যবসায়ীদের কিছু না জানিয়ে সরকারি জায়গায় রাতের আধারে দোকান ঘর নির্মান করে,হাতিয়ে নিয়েছে মোটা টাকা আওয়ামী দোশর মাসুম জুমাদ্দার ওরফে টুপি মাসুম,বলে ডিসি অফিসে অভিযোগ করেন,ব্যবসায়ী আব্দুস সুবাহান মোল্যা ও আব্দুলাহ্। ডিসি অফিসে তাদের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দেয়ায় আওয়ামী দোসর মাসুম জুমাদ্দার হুমকি দিয়ে অভিযোগ তুলে আনতে চাপ সৃষ্টি করে এবং আব্দুলাহ কে ঘাড় ধাক্কা দিয়ে অভিযোগ তুলে আনতে চেষ্টা করে। ব্যবসায়ী মো: সৌকত আলী’র কাছে ঘর নিতে ১ লক্ষ ৫০ হাজার টাকা চাদা দাবি করে,আওয়ামী দোশর মাসুম জুমাদ্দার বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। ব্যবসায়ী আব্দুলাহ্,সুবাহানসহ একাধীক ব্যবসায়ীর কাছে চাদা দাবি করলে ব্যবাসীরা চাদা দিতে রাজি না হওয়ায় তাদের ঘর দেয়নি মাসুম জুমাদ্দার,টাকার বিনিময়ে আওয়ামী দোশরদের ঘর দিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,সরকারি জায়গায় রাতের আধারে দোকান ঘর নির্মান করেছে এটা আমিও দেখেছে,ঈদের আগে ভেঙ্গে দিলে অমানবিক হয়,ঈদের ১ সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান। এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান,অবৈধ স্থাপনা টিকিয়ে রাখতে এবং জেলা প্রশাসকের আদেশ অমান্ন করতে বাইরের লোক এনে আজকের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেন,বঙ্গবন্ধু হকার্স মার্কেটের সভাপতি মাসুম জুমাদ্দার,সাধারণ সম্পাদক লিটন মোল্যা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *