নিজস্ব প্রতিবেদক : ঢাকা দেশের ভেস্টেম ব্যাংকিং খাতে নতুন ও উন্নত সেবা কাজ করতে কাজ করবে ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (বিআইএল) এবং গবেষণা ও পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান এজ রিসারচ অ্যান্ড কনসাইং লিমিটেড । নতুন করে প্রাইম ব্যাংক ইনভেস্টমি লিমিটেড-এর বন কর্পোরেট অফিসে একই একই লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক মাঠে হয়। রাষ্ট্র সংস্থা দুটির শীর্ষরা উপস্থিত ছিলেন।

পিবিএল প্রশাসন ও প্রধান পাইদার সৈয়দ সৈয়দ মোহাম্মদ ওমরয়ব বলেন ,’এই’ অংশীদারিত্বের মাধ্যমে দুইটি ব্যক্তিগত প্রতিষ্ঠানের মাধ্যমে কর্পোরেট, স্টার্টআপ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আরও বিস্তৃত পরিসরে আইপিও, প্রাইভেট ইক্যুইটি, কর্পোরেট বন্ড, মার্জার ও অ্যাকুইজিশন (M&A), বিদেশি বিনিয়োগ (FDI) এবং মূলধন সংগ্রহের পরামর্শ সহ অন্যান্য মুখী সেবা প্রদানের সুযোগ দেবে।’

এজ (EDGE)- এর প্রধান প্রধান পরিচালক আসিফ খান-সিএফএ বলেন, ‘আমাদের মনোনীত ছাত্র এবং পি এর- এর বাস্তব অভিজ্ঞতার গবেষণা এমন একটি সেবামূলক আলোচনা আই এল, যা সম্ভব। দেশের পুঞ্জিবাজার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গ্রাহকদের জন্য অত্যন্ত কার্যকর হবে।

দেশের ইনভেস্ট ব্যাংকিং আর্থিক খাত আরও উন্নত, উন্নত ও আন্তর্জাতিক গুণমান করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমিট লিমিটেড এবং এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড আশাবাদী পথকর্মী প্রস্তুত।