ডিআরইউ”র সাবেক সভাপতি এবং ডিকাব’র সাবেক সহ- সভাপতি দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে ভারতে

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  : সার্ক সাংবাদিকের শান্তির বার্তার মাধ্যমে ভারতের রাজস্থানের জয়পুরে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স।


বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির অন্যতম দুইজন সদস্য , ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সভাপতি  রফিকুল ইসলাম আজাদ ও ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট এসোসিয়েশন , বাংলাদেশ (ডিকাব) এর সাবেক সহ-সভাপতি মো. রবিউল হক যোগদান করেছেন।


বিজ্ঞাপন

রাজস্থানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, অ্যাপেক্স ইউনিভার্সিটি এবং সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের যৌথ উদ্যোগে আজ থেকে (২৫-২৬ ই এপ্রিল) দু’দিনবপী অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে সাংবাদিকগন যোগ দিয়েছেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজস্থানের শিল্প, বাণিজ্য ও যুব বিষয়ক মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। সার্ক দেশগুলির সার্ক সাংবাদিক ফোরামের সদস্য এবং অন্যান্য সাংবাদিকরা অংশগ্রহণ করবেন।

সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট রাজু লামা, ইন্ডিয়ান চ্যাপ্টারের আন্তর্জাতিক নির্বাহী সদস্য অধ্যাপক স্মিতা মিশ্র, অধ্যাপক বন্দনা পান্ডে, সঞ্জীব ভানাওয়াত, শ্রীলংকার রাহুল সামান্থা, কাঞ্চনা কুমার, শ্রীলঙ্কার প্রগীথ জনক রূপসেনা সহ সৈয়দ আরিফ, তেলেঙ্গানার ইউসুফউদ্দিন আনসারি, অনিল সাবলে, মহারাষ্ট্রের রবীন্দ্র কারাথ, রাজস্থানের শেখ রইস আহমেদ, পবন কোন্ডাল, কৃষ্ণপাল, দিল্লির আশিস আংশু, কলকাতার মৃণাল চ্যাটার্জি উপস্থিত থাকবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *