নিজস্ব প্রতিনিধি (যশোর) : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহামুদুর রহমান সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সামনে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ঝিকরগাছা পাঠকমেলার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম রুমি। তিনি মাহামুদুর রহমান সহ সারাদেশে মিথ্যা মামলায় অভিযুক্ত সকল সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবী জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান মনিরুজ্জামান, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বিল্লাল হুসাইন, শার্শা প্রেসক্লাবের সাংবাদিক আতিকুজ্জামান রিমু।

মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের ইসমাইল হোসেন, জাফর ইকবাল, সুজন মাহমুদ, শাহাবুদ্দিন মোড়ল, রেজওয়ান কবীর, মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সুমন হোসেন, দাউদ হোসেন, শাকিল হোসেন, রাফিন আহম্মেদ, তৌহিদ হোসেন, মাসউদুল সুমন, টিটো শাকিল সহ আরও অনেকে।